1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
অনিরাপত্তার আতঙ্কে ভুগছেন সালমান খান
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

অনিরাপত্তার আতঙ্কে ভুগছেন সালমান খান

  • প্রকাশ : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৮ জন দেখেছে
অনিরাপত্তার আতঙ্কে ভুগছেন সালমান খান
খবরটি শেয়ার করুন

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় এ নেতার ঘনিষ্ঠজন বলিউড নায়ক সালমান খান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে খবর এসেছে।

ভারতের এক গণমাধ্যম জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় বেশ আতঙ্কিত তিনি! তাই এ মুহুর্তে রিয়েলিটি শো বিগ বসের শূটিংয়ের কাজও সাময়িকভাবে বন্ধ রেখেছেন ভাইজানখ্যাত এ নায়ক। কারণ বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় দুজন গ্রেপ্তার হওয়ার পর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জানিয়েছেন, পরবর্তী নিশানায় নাকি সালমান খান রয়েছেন।

বিষ্ণোই সালমান খানকে গত কয়েক বছর ধরে খুনের হুমকি দিয়ে যাচ্ছেন। অতি সম্প্রতি এ নায়কের বাড়ির সামনেও গুলি ছুড়ে পালিয়েছে তারই দলের লোকেরা।

সালমানের নিরাপত্তাহীনতার পরিস্থিতির খবরে ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, এমন পরিস্থিতিতে সালমানের পরিবার অস্বস্তিতে আছে।

প্রসঙ্গত, মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় শনিবার দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। এদিন রাতেই সালমান গুলিবিদ্ধ নেতাকে লীলাবতী হাসপাতালে দেখতে যান।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতে ২০১১ সালে ‘রেডি’ সিনেমার শূটিংয়ের মাঝে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন লরেন্স বিষ্ণোই।

বর্তমানে কয়েক ডজন মামলা মাথায় নিয়ে লরেন্স বিষ্ণোই গুজরাটের একটি কারাগারে বন্দি আছেন।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews