একজন স্বপ্নবাজ মানুষের নাম সানি শেখ। নিজেকে ঘিরে নয়, স্বপ্ন দেখেন দেশকে নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে। স্বপ্ন বাস্তবায়নের পথে ছুটে চলেছেন অভিরত।
নেতৃত্বতৃ দেয়ার ক্ষমতা সকলের থাকে না। হাতেগোনা কিছু মানুষের মধ্যে এই ক্ষমতাটি থাকে। এজন্য প্রাচীনকালে মনে করা হতো, নেতা যারা হতে পারে তারা জন্ম থেকেই এই ক্ষমতাটি অর্জন করে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, নেতা হওয়ার ক্ষমতাটি সবাই জন্ম থেকে অর্জন করে আসে না, বরং এমন অনেকেই আছে যারা নিজেদের প্রবল প্রচেষ্টার মাধ্যমে অনেকের মধ্য থেকে নিজেকে নেতা হিসেবে তুলে ধরে।
এরকম শিক্ষামূলক কথা বলছিল আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে সানি শেখ নামের একজন প্রবাসী । হাস্যেজ্জল সদালিপি মানুষ তিনি। বিদেশে থেকেও দেশকে কনো ভাবে ভুলতে পারেননি তিনি বর্তমানে ইরাকে কর্মরত রয়েছে।
তিনি ইরাকে থাকা প্রবাসীদের জন্য বার বার সে দেশের গনমাধ্যম এর কাছে তাদের সুবিদা অসুভিদা তুলে ধরেছেন।
ইরাকে থাকা বাংলাদেশী প্রবাসীদের জন্য তিনি সব সময় সাহাজ্যের হাত বারিয়ে দিয়েছেন।
আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে ইরাকে থাকা প্রবাসী মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমন করতে পারেনি। এসব কারনেই অনেকেই প্রশংসা করেন তার।
আর এই প্রশংসা কাল হয়ে দারিয়েছে প্রবাসী সানির জন্য। তাই তার শুনাম খূন্ন করার জন্য একটি মহল উঠেপরে লেগেছে। তার বিরুদ্ধে বিভিন্ন গনমাধ্যকে মিথ্যা তথ্য দিয়ে তাকে হয়রানী করার চেষ্ঠা করছে।
ইরাকে থাকা কিছু চক্র বাংলাদেশ থেকে যাওয়া কিছু প্রবাসীদেরকে বিভিন্ন ফাদে ফেলে তাদেও থেকে মোটা অংকের টাকা আদায় করে। তারা টাকা না দিলে তাদের সাথে দিনেপর দিন জুলুম আর অত্তাচার করতে থাকে।
সে সকল অপরাধিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সানির জন্য কাল হয়ে দারিয়েছে। বিষয়গুলো জানার জন্য ইরাকে থাকা প্রবাসী সানি শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের কাছে কিছু বাস্ত ঘটানা তুলে ধরেন। তিনিও তার দুই বন্ধু দাউদ ও আরাফাত এক সময় এভাবে প্রতারনার ফাদে পরে ছিলেন আর সেই অভিগতা থেকে ঠিক করেন তারা প্রবাসীদের পাশে থেকে কাজ করে যাবেন।