আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি তামিম ইকবালের। ‘কোমরের ইনজুরি’র কারণ দেখিয়ে দলে রাখা হয়নি তাকে। এরই মধ্যে তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে টিম টাইগার্স। এর পরই নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ১২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন তামিম।
এর আগে, মঙ্গলবার রাতে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অভিজ্ঞ রিয়াদের জায়গা হলেও দলে সুযোগ হারিয়েছেন তামিম। সেদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও বুধবার বিকেলে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
১২ মিনিটের ঐ ভিডিওতে আফগানিস্তান সিরিজের মাঝেই অবসর, চিকিৎসা ও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়াসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
ভিডিওর শুরুতেই বিশ্বকাপ ইস্যুতে কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘আমি কোনো সময় কোনো মুহূর্তে, আর কাউকেও কোনো সময় বলি নাই আমি ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময়ই হয় নাই।’
প্রধান নির্বাচকরে প্রসঙ্গে টেনে তিনি আরো বলেন, ‘আমি সিওর, এই কথাটা গতকাল (মঙ্গলবার) নান্নু ভাইও ক্লিয়ার করছে। কিন্তু এই ব্যাপার মিডিয়ায় কারা, কিভাবে ফিট করেছে জানিনা। তবে এই তথ্যটি একেবারের মিথ্যা।’
দেশসেরা ওপেনার বলেন, ‘আমি নির্বাচকদের বলেছিলাম, আমার বডিটা এইরকমই (ইনজুরির ব্যথা) থাকবে। তো আপনার টিমটা যখন সিলেক্ট করবেন, তখন বিষয়টি মাথায় রেখে সিলেক্ট করবেন।’