ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ঢাকা সিএমএম আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ জানায়, ইরফান সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। এর ফলে এ দুটি মামলায় তার বিরুদ্ধে আর অভিযোগ গঠনের সুযোগ নেই।
গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে সংসদ সদস্যের স্টিকার ব্যবহার করা গাড়ি থেকে নেমে নৌ বাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদকে মারধর করা হয়। পরদিন এ ঘটনায় ইরফানসহ আরও ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়।
আরও পড়ুন : রবার্টের মরদেহের বিষয়ে মার্কিন দূতাবাসের বিবৃতি আড়াই বছর পর
এই সংবাদ দেখেছেন
৪৯১