ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে মাদক কারবারি ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ইউছুফ, ইয়াকুব মিয়া, মাহাবুবুল আলম ঝন্টু, মো. ফকরুল ইসলাম, মো. শাহজাহান মিয়া ও সবুজ খলিফা।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ও মাদক কারবারিসহ ছয়জনকে আটক করা হয়। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদ দেখেছেন
৬৬