Facebook
Twitter
WhatsApp

আগামী বছরের জুনে চার মেগা প্রকল্পের উদ্বোধন : ওবায়দুল কাদের

image_pdfimage_print

পদ্মা সেতুসহ চলমান চারটি মেগা প্রকল্পের নির্মাণকাজ শেষে আগামী বছরের জুনের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে আমাদের চারটি মেগা প্রজেক্ট আছে। সেগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলের কাজ এগিয়ে চলছে। সবই আগামী বছর জুনের মধ্যে উদ্বোধন করতে পারব আশা করছি। সরকারের লক্ষ্য নির্বাচনি চ্যালেঞ্জ বাস্তবায়ন। ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একদিকে করোনাকে মোকাবিলা করছি এবং অর্থনীতিকে সচল রেখেছি। ফরেন কারেন্সি ৪৩ বিলিয়ন ডলার হয়েছে, প্রবৃদ্ধি আশানুরূপ জায়গায় আছে। সবদিক থেকে আমরা এগোচ্ছি, ডিজিটাল বাংলাদেশের দিকে এগোচ্ছি। করোনার জন্য অনেকে কাজ হারিয়েছেন, বেকার হয়েছেন। তাঁদের পুনর্বাসন করা এবং কাজ দেওয়া একটা চ্যালেঞ্জ। বেকারদের কর্মসংস্থানের বিষয়টি আমাদের ইশতেহারে আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্থিতি একটু স্বাভাবিক হলে স্কুল-কলেজ খোলার চিন্তা আছে, সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জানুয়ারির শেষ নাগাদ টিকা আসতে পারে। একটি সরকার এত বছর ধরে ক্ষমতায় আছে, ফলে অসম্পূর্ণ কাজ করতে পারছে। আমাদের দেশে এক সরকার গেলে অন্য সরকার সেটি বাতিল করে। এমনও হতে পারে আওয়ামী লীগ করেছে বলে পদ্মা সেতু ভেঙে দেই। উন্নয়নের ধারাবাহিকতায় থাকতে সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।’

 

আরও পড়ুন : রাজধানীতে ১২০ ফিট আইলেন্ড এ গাছ লাগানোর কর্মসূচি

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x