বিসিবি প্রেসিডেন্টস কাপে দারুণ পারফরম্যান্স করেছেন ইরফান শুক্কুর। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে শেষ করেছিলেন টুর্নামেন্ট। ওয়ানডেতে দুর্দান্ত করা ইরফান এবার টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরার অপেক্ষায়। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে ধাপে ধাপে এগিয়ে নিতে চান প্রতিভাবান এই ক্রিকেটার।
দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন ইরফান। ঘরোয়া ক্রিকেটে মোটামুটি ভালোই পারফরম্যান্স করেন। কিন্তু এখনো সুযোগ মেলেনি জাতীয় দলে। তাই জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করতে ধারাবাহিক পারফরম্যান্স করতে চান তিনি।
আজ শুক্রবার ফরচুন বরিশালের পাঠানো এক ভিডিও বার্তায় ইরফান বলেন, ‘সামনের টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স আমাকে অনুপ্রেরণা দেবে। আমি চেষ্টা করব এবারের টুর্নামেন্টেও সেই ফর্মটা টেনে নিয়ে যাওয়ার। দলের হয়ে শতভাগ অবদান রাখতে চেষ্টা করব। অন্য ক্রিকেটারের মতো আমার লক্ষ্য হচ্ছে, লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার। তবে এই মুহূর্তে আমার পরিকল্পনা কেবল সামনের টি-টোয়েন্টি কাপকে ঘিরে। এভাবে ধাপে ধাপে আমি এগোতে চাই। জাতীয় দলের দরজায় কড়া নাড়তে আমার হাতে আছে, নিজের পারফরম্যান্স এবং কঠোর পরিশ্রম। ভবিষ্যতের সুযোগের অপেক্ষা আমি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর ছেড়ে দিচ্ছি।’
এদিকে আসন্ন টুর্নামেন্টে নিজের দল নিয়ে সন্তুষ্ট ইরফান। কারণ একই দলে আছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আফিফ হোসেনদের মতো ক্রিকেটাররা। ইরফান বলেন, ‘আমাদের দল ভালোই ভারসম্যপূর্ণ হয়েছে। দলে অভিজ্ঞ সিনিয়র যেমন আছে, জুনিয়রদের মিলিয়ে ভালো সমন্বয় হয়েছে। এ ছাড়া নিজেদের ভারসাম্যপূর্ণ বলার কারণ, আমাদের দলে যাঁরা আছেন তাঁরা সবাই নিয়মিত পারফর্ম করে থাকেন। এ ছাড়া সদ্য শেষ হওয়া প্রেসিডেন্টস কাপেও যাঁরা পারফর্ম করেছেন তাঁদের নিয়ে এই দল গঠন করা হয়েছে। আমরা তাই ফাইনাল খেলার ইচ্ছে ও শিরোপার জন্যই মাঠে নামব।’
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।