ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ টিটু সূত্রধর নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট সড়কের সোনারামপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত টিটু সূত্রধর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর এলাকার পরিমল সূত্রধরের ছেলে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের ঢাকা-সিলেট সড়কের সোনারামপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে টিটু সূত্রধরকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা তিনটি বস্তা তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত টিটু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এই সংবাদ দেখেছেন
৬৮