একের পর এক গান উপহার দিয়ে চলেছেন হিরো আলম। এবার প্রবাসীদের নিয়ে গান গাইলেন তিনি। সমালোচনার তীর উপেক্ষা করে গান গেয়ে যাচ্ছেন তিনি। কোনো সমালোচনাই তাঁর এই গান গাওয়া আটকাতে পারছে না।
সদ্য মুক্তি পাওয়া এই গানটিতে কোনো রকম ভূমিকা ছাড়াই দেখা যাচ্ছে হিরো আলমকে। গানটি মুক্তির পর অনেক প্রবাসী মন্তব্য করে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেখানে সমালোচনা থাকলেও কেউ কেউ প্রশংসা করছেন গানটির। প্রবাসীরা তাকে এগিয়ে যাওয়ার জন্যও উৎসাহ দিচ্ছেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর হিরো আলম তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া এলেও থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তাঁর হিন্দি ও ইংরেজি লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।
এই সংবাদ দেখেছেন
৫৯৯