1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
ওয়ার্নকে ধরে ফেললেন অশ্বিন, নামের পাশে যত রেকর্ড
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

ওয়ার্নকে ধরে ফেললেন অশ্বিন, নামের পাশে যত রেকর্ড

  • প্রকাশ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭ জন দেখেছে
ওয়ার্নকে ধরে ফেললেন অশ্বিন, নামের পাশে যত রেকর্ড
খবরটি শেয়ার করুন

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে কোনো উইকেট নিতে পারেননি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে প্রথম ইনিংসের সেই আক্ষেপ যেন সুদে-আসলে পুষিয়ে দিলেন দ্বিতীয় ইনিংসে। বিধ্বংসী বোলিংয়ে ৮৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ায় তাতে হয়ে গেল একটি রেকর্ডও।

টেস্টে ৩৭তম বারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন অশ্বিন। এর ফলে তিনি স্পর্শ করে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে। ২০২২ সালে পৃথিবী থেকে বিদায় নেওয়া ওয়ার্নও টেস্টে ৩৭ বার ৫ উইকেটের দেখা পেয়েছেন। এবার অশ্বিনের সামনে ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন শ্রীলংকার রহস্য স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দীর্ঘ সংস্করণের এই ক্রিকেটে সবচেয়ে বেশি ৬৭ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। বলে রাখা ভালো, টেস্টে উইকেটসংখ্যায় সবার ওপরে মুরালিধরন, দুইয়ে ওয়ার্ন।

টেস্টে অশ্বিনের আরও যত রেকর্ড

*ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (৫২২)

*ভারতের হয়ে সবচেয়ে বেশি ৫ উইকেটের মালিক (৩৭)

*যৌথ সর্বোচ্চ ১০ উইকেটের মালিক (১০)

*২৫০, ৩০০ ও ৩৫০ উইকেট শিকারে বিশ্বে দ্রুততম

*আট নম্বর বা তার পরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি (৪)

*৩০ বারের বেশি ৫ উইকেট ও ২০ বারের বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা বিশ্বের একমাত্র ক্রিকেটার

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews