Facebook
Twitter
WhatsApp

কড়া হেডমাস্টারের ‘ক্লাস’ কেমন হবে এবার

image_pdfimage_print

সাকিবদের পাঠশালায় আবারও শিক্ষক হাথুরু। দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের কোচ হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা সুসংবাদ কতটা দুঃসংবাদ। পাঁচ বছর পর আবারও তিনি বাংলাদেশ দলের ‘হেডমাস্টার’।

এবারও কী তাকে দেখা যাবে কড়া হেড স্যারের ভূমিকায়। নাকি কঠোরতার আবরণ খসিয়ে কোমলতায় কাটিয়ে দেবেন দুই বছর। এসব কথা ওঠার কারণ, প্রথম মেয়াদে (২০১৪ থেকে ২০১৭) দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।

সেই কথা স্মরণ করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট নিজের শঙ্কার কথা জানিয়েছেন যমুনা টিভিকে। প্রথমবার কোচ থাকার সময় ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর দ্বন্দ্ব তার শঙ্কার কারণ। যমুনা টিভিকে পাইলট বলেন, ‘আগেরবার হাথুরুর চলে যাওয়াটা সুখকর ছিল না।’

পরক্ষণে তিনি অবশ্য যোগ করেন যে, ‘সমস্যাটা আসলে কোচের নয়, ক্রিকেট-মেধার ঘাটতির। ব্রায়ান লারাকে আনলেও পারফরম্যান্স উঁচুতে উঠবে না। আমাদের যে ব্যাকআপ খেলোয়াড়ের অভাব।’ আগেরবার যার সঙ্গে তার দ্বন্দ্বের খবর চাউর হয়েছিল, সেই সাকিব আল হাসান হাথুরুর ফেরার খবরে নিজের প্রতিক্রিয়ায় প্রথমে বলেছিলেন, ‘নো কমেন্টস’। এরপর বলেন, ‘ঠিক আছে।’

বিসিবি কিন্তু ঘোরতর আশাবাদী হাথুরুকে নিয়ে। তারা মনে করছে বিশাল একটা কাজ করে ফেলেছে। এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা বুধবার তাদের অনলাইন সংস্করণে ‘নতুন কোচ খুঁজে পেল না বিসিবি। আগের বাতিল কোচকে ফিরিয়ে আনল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x