13.3 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

নির্বাচনের মাঠে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর...

উন্নয়ন-অর্জন এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

নিপুণ রায়সহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কেরানীগঞ্জে মামলা

রাজধানীর কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর...

পুলিশের কর্মকাণ্ড নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এই...

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, সাবেক পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

সারাদেশকলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, সাবেক পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
খবরটি শেয়ার করুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণের দায়ে সাবেক (বরখাস্তকৃত) পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ধর্ষণচেষ্টার দায়ে অন্য একটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় অন্য একটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এ জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় দণ্ড একইসঙ্গে চলবে। রায় ঘোষণার সময় মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১২ জুলাই এক ছেলেবন্ধুসহ চট্টগ্রাম নগরের ফয়’স লেকে ঘুরতে যান ভুক্তভোগী কলেজছাত্রী। ঐ সময় তাদের জোর করে গাড়িতে তোলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। পরে নগরের চকবাজারের একটি হোটেলে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন তিনি। ঐ ঘটনায় পরদিন মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন কলেজছাত্রীর বাবা।

ঘটনার সময় একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচদিনের ছুটিতে চট্টগ্রামে এসেছিলেন মিজানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় কর্মরত ছিলেন তিনি। মামলায় গ্রেফতারের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চলতি বছরের ৩০ এপ্রিল জামিন বাতিল করে মিজানুর রহমানকে কারাগারে পাঠান আদালত। এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles

x