বিতর্কের শেষ নেই তার জীবনে। কিন্তু এত কিছুর পরেও নিজেকে ভালো রাখার নিত্যনতুন টোটকা খুঁজে চলেছেন অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। আগের দিন রাতে সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে গিয়েছিলেন ‘বিশেষ ডেটে’। তবে সব সময় দামি রেস্তোরাঁ নয়, ছোটবেলার অনেক কিছু এখনো আকর্ষণ করে নায়িকাকে। এমনই সেই মুহূর্তগুলো যদি ফিরে আসে তা হলে মন ভালো হয়ে যায়।
বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে স্কুলশিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে। শিক্ষার্থীদের বিরিয়ানি খাওয়ালেন তিনি। বাড়ি ফেরার সময় মাঝরাস্তায় আচমকাই দাঁড়িয়ে পড়ল নুসরাতের গাড়ি। রাস্তার মাঝে ঠেলা গাড়ি নিয়ে কাঁচা আম-সহ বেশ কিছু খাবার বিক্রি করছিলেন এক ভদ্রলোক। ব্যস, গাড়ি থেকে যেই দেখতে পেয়েছেন নায়িকা। তার পরেই আর লোভ সামলাতে পারলেন না।
এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন তিনি। শহরের বাইরে যাচ্ছেন না আপাতত। মধ্যকলকাতার গলিতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লেন নুসরাত। কাঁচা আমের চাটনি মন ভরে খেলেন। তবে এই প্রথম বার নয়। আগেও এমন মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। এক বার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা পর্যন্ত খেতে দেখা গিয়েছিল তাকে। এ বার কাঁচা আম হাতে পেয়ে খুব খুশি নুসরাত।
সম্প্রতি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নাম জড়িয়েছেন নুসরাত। সেই কারণে ইডির অফিসে হাজিরাও দিতে হয় তাকে। তবে এত কিছুর মধ্যেও নিজের মতো করে হালকা থাকার চেষ্টা করছেন তিনি। তা তার সামাজিক যোগযোগমাধ্যমের পোস্টে বেশ স্পষ্ট। এই মুহূর্তে খুব বেশি কাজ করছেন নায়িকা। যশের সঙ্গে ‘মেন্টাল’ ছবিতে জুটিতে দেখা যাবে নুসরাতকে।