সালাহ উদ্দিন সৈকত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) মারা গেছেন। রবিবার (১৪ মার্চ) সকালে ঢাকা-সিরাজগঞ্জ উপজেলা রেল লাইনের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওইদিন সকালে উপজেলার রতনপুর এলাকায় ওই যুবক ট্রেনের ট্র্যাক ধরে হাঁটছিলেন।
কালিয়াকৈর ট্রেন স্টেশন কর্মকর্তা শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
তবে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।”
আরও পড়ুন : কিন্ডারগার্টেন শিক্ষকদের বর্তমান জীবনের শোচনীয় অবস্থার শেষ কোথায়?
এই সংবাদ দেখেছেন
২৩৩