সালাহ উদ্দিন সৈকত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় শনিবার সকালে অগ্নিকাণ্ডে ২৪টি কক্ষ পুড়ে গেছে।
এলাকাবাসীর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,উপজেলার রতনপুর এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের একটি কলোনীতে আগুনের সূত্রপাত ঘটে।প্রথমে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং দমকল বাহিনীকে জানায়, এ সময় এক ঘন্টা কাজ শেষে ফায়ার বিভাগের দুটি ইউনিট নিয়ন্ত্রণে ছিল, এই সময় আশেপাশের ২৪ টি বাড়িতে আগুন লেগে যায়।আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিটে হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম চ্যানেল মুস্কান কে জানান,ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।
আরও পড়ুন : রাজধানীতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আরও পড়ুন : গাজীপুরে রোগীকে মারধরের ঘটনায় অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।