গুঞ্জন উঠেছিল, সালমান খানের সঙ্গে প্রেমে জড়িয়েছেন দক্ষিণি তারকা পূজা হেগড়ে। দুজনে নাকি চুপিসারে দেখাও করছেন। কিছুদিন আগে খবর আসে, সালমান নয় পূজা মজেছেন এক ক্রিকেটারে। শিগগির বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তার সঙ্গে। এবার গুঞ্জন উঠেছে, সেই ক্রিকেটারের নাম ঈশান কিষান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শোনা যাচ্ছে, ঈশানে মজেছেন পূজা। বিগত বেশ কয়েক বছর ধরে নাকি জমিয়ে চলছে তাদের প্রেম। লোকচক্ষুর আড়ালেই নাকি চলছে এই মন দেওয়া নেওয়ার খেলা। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
পূজা চুপ থাকলেও মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ একজন। ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, বিষয়টি মোটেও সত্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক পূজা ঘনিষ্ঠ ওই ব্যক্তির কথায়, ‘আপাতত এক তেলুগু ছবির স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা। নমজাদা এক প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি বছরের চুক্তিও রয়েছে তার। তাই বিয়ে নিয়ে যা রটেছে তা একেবারেই সত্য নয়।’
সিনেমার ক্যারিয়ারে এখনো পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘রাধে শ্যাম’, ‘সার্কাস’, ‘বিস্ট’ ছবিতে দেখা যায়।
শোনা গিয়েছিল, হৃদয় ঘটিত সম্পর্কের কারণেই ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে পূজাকে নিয়েছিলেন সালমান। সেখানেও পাননি সফলতা। কোরবানি ঈদে মুক্তি পাওয়া ছবিটি দর্শক টানতে পারেনি প্রেক্ষাগৃহে।