ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের ফুল মিয়ার বাড়ির পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. রিপন মিয়া (২৮) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আলী মিয়ার ছেলে। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শ্রমিক হিসেবে কাজ করতেন।
নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের লাইন ছিড়ে যায়। লাইন ঠিক করার জন্য আজ সকালে লাইনম্যান রিপন খুঁটিতে উঠলে খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংবাদ দেখেছেন
৭৯