সালাহ উদ্দিন সৈকত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর বিদ্যুৎস্পৃষ্টে এক নেট কর্মীর মৃত্যু হয়েছে।সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে আলমগী (১৮)। নিহত ব্যক্তি চন্দ্রা সুনাম উদ্দিন এর বাসার ভাড়াটিয়া।সে এফ পি ভি ডিস্ট্রিবিউশন নামে নেট কোম্পানির কাজ করতেন।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ইসমাইল খান জুট মিলের ঘরের উপরে ইন্টারনেটের তার লাগানোর সময় আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, লাশ উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
আরও পড়ুন : মধুপুরে দৈনিক আমার সংবাদের বর্ষপূর্তি উদযাপন
এই সংবাদ দেখেছেন
৪১১