12.6 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

নির্বাচনের মাঠে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর...

উন্নয়ন-অর্জন এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

নিপুণ রায়সহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কেরানীগঞ্জে মামলা

রাজধানীর কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর...

পুলিশের কর্মকাণ্ড নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এই...

গাজীপুরে অপহরণকারী চক্রের ০৬ সদস্য গ্রেফতার।

আইন ও আদালতগাজীপুরে অপহরণকারী চক্রের ০৬ সদস্য গ্রেফতার।
খবরটি শেয়ার করুন

সালাহ উদ্দিন সৈকত, গাজীপুর প্রতিনিধি : সংঘবদ্ধ অপহরনকারী চক্রের ০৬ সদস্য গ্রেফতার এবং অপহৃত ভিকটিম উদ্ধার করেছে পিবিআই গাজীপুর।

গত ০৯/০৩/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় জীবন মন্ডল (২০), পিতা-মোঃ ছব্দুল মন্ডল, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং-ভগবান নগর, থানা-শৈলকূপা, জেলা-ঝিনাইদহ এর ব্যবহৃত মোবাইল ফোন হতে একজন অজ্ঞাত ব্যক্তি তার পিতার মোবাইলে ফোন করে জানায় যে, তারা ভিকটিম জীবন মন্ডলকে অপহরন করেছে।

০১ ঘন্টার মধ্যে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা চাঁদা না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকী দেয়।ভিকটিম জীবন মন্ডল এর পিতা অপহরনকারীদের কথানুযায়ী ভিকটিমের মোবাইলে বিকাশের মাধ্যমে ৫,০০০/- টাকা প্রেরন করে এবং তার ছেলের অপহরনের বিষয়টি মোবাইল ফোনে পিবিআই, গাজীপুর জেলাকে বিষয়টি অবহিত করেন।

পিবিআই, গাজীপুরের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে গত ১০/০৩/২০২১ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় ভিকটিম জীবন মন্ডলকে গাজীপুর মেট্টোপলিটন কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিসাইল সাকিনস্থ জনৈক হাজী নজরুল ইসলাম এর ভাড়া দেওয়া কক্ষ হতে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে।

ভিকটিম জীবন মন্ডলকে তাৎক্ষনিক শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।ভিকটিম এর পিতা মোঃ ছব্দুল মন্ডল বাদী হয়ে কাশিমপুর থানায় এজাহারনামীয় ০৭ জন ও অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে, মামলাটি পিবিআই সিডিউল ভূক্ত হওয়ায় মামলার তদন্তভার পিবিআই, গাজীপুর জেলার উপর অর্পণ হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাফিজুর রহমান পিপিএম, পিবিআই গাজীপুর জেলা, গাজীপুরের বিভিন্ন এলাকা হতে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১, মোঃ মহিনকে (১৯) ইং ১১/০৩/২০২১ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় গাজীপুর মেট্টোপলিটন কাশিমপুর থানাধীন উত্তর পানিশাইল এলাকা থেকে, আসামী ২, মোঃ আফজাল হোসেন নাঈমকে (২০) ইং ১১/০৩/২০২১ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় দক্ষিন পানিশাইল এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক অপরাপর আসামী ৩। মোঃ শুভ (২৫), ৪। মোঃ করিম মিয়া (২১), ৫। মোঃ রাসেল (২০), ৬। মোঃ মামুন (২২)দেরকে গ্রেফতার এবং অভিযান শেষ করে অদ্য ১১/০৩/২০২১ তারিখে পিবিআই,গাজীপুর জেলা কার্যালয়ে হাজির করা হয়।আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরও পড়ুন :  রাজধানীতে স্থানীয় সংসদ সদস্যর সাথে এসপিজিআরসি সদস্যদের মতবিনিময়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles

x