সালাহ উদ্দিন সৈকত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অপহরণের ৫দিন পর ৪ মাসের শিশু মঙ্গলবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করেছে গাজীপুর মহানগর পুলিশ।
এসময় অপহরণের অভিযোগে মাকসুদা(৩৫) এবং তার ১৪ বছরের মেয়ে সামিয়া আক্তার (মা-মেয়ে) কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃরা পুলিশকে জানায়,মাকসুদার ঘরে কোন ছেলে সন্তান না থাকায় দেলোয়ার দম্পতির এ শিশুপুত্রকে অপহরণ করেছিল
গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো.জাকির হাসান জানান,জুনায়েদের মা পোশাক কারখানায় ও তার স্বামী দেলোয়ার হোসেন এক ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করেন।প্রতিদিনের মতোই জুনায়েদকে প্রতিবেশি মোছাঃ রাশিদা’র নিকট রেখে মা-বাবা কর্মস্থলে চলে গেলে ১১মার্চ দুপুরে জুনায়েদকে ঘরে রেখে মো. রাশিদা পাশের দোকানে কেক আনতে গিয়ে বাসায় ফিরে জুনায়েদকে না পেয়ে ঘটনাটি তার বাবা-মাকে জানায়।
জুনায়েদের বাবা পরদিন বাসন থানায় মামলা দায়ের করলে পুলিশ গোয়েন্দা কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দরুন বড়বাগ এলাকা থেকে মাকসুদা ও তার ১৪ বছরের এক মেয়েকে গ্রেফতার করে।
আরও পড়ুন : গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি।