Facebook
Twitter
WhatsApp

গাজীপুরে পর্দা নামলো দ্বিতীয় বৃহত্তম লালন উৎসব এর।

channel muskan
image_pdfimage_print

সালাহ উদ্দিন সৈকত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাগাছিয়ায় প্রতিবছর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তিন দিনের লালন উত্সব অনুষ্ঠিত হয় “সত্য বলুন, সঠিক পথে যান, আমার মন” এই প্রতিশ্রুতি নিয়ে। গাজীপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ১৪ ই মার্চ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রথম দিন প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক এইচ এম তারিকুল ইসলাম। গাজীপুর -৩ এর মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ প্রধান অতিথি ছিলেন শেষ দিন।

বিশিষ্ট লালন সংগীত শিল্পী রিংকু,শাহাবুল বাউল, সুমন দাশ বাউল,ফকির লোকমান ছাড়াও সারাদেশের বিভিন্ন লালন শিল্পী গোষ্ঠী এবং বান সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তিনদিন ব্যাপী এই উৎসবে গান পরিবেশন করেন।

লালন সাঁইয়ের গান ও গানের লালন স্মৃতি উৎসবে বিভিন্ন শিল্প গ্রুপের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে।

২০১৩ সালে, ভারত থেকে পূর্ণ দাস বাউল এবং ফরিদা পারভীন জন্মগ্রহণকারী লালন প্রেমিক ফকির খালেক সাই তার নিজের বান স্কুল অফ মিউজিকের প্রাঙ্গণে প্রথমবারের মতো মেলার আয়োজন করেছিলেন।

পরে এই সময় নবম লালন স্মৃতি উত্সব অনুষ্ঠিত। বাংলাদেশের সেরা লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন মুকুট অবস্থার কারণে এবারের লালন উত্সবে অংশ নিতে পারেননি।

লালন স্মরণোৎসবের অন্যতম আয়োজক এবং বিশিষ্ট লালন সংগীত শিল্পী ফকির লোকমান জাগো প্রতিদিন কে বলেন,বান সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী লালনভক্তদের ভালবাসা আর এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় তারা প্রতি বছর এই উৎসবের আয়োজন করেন।সরকারী পৃষ্ঠপোষকতা যোগ করার সাথে সাথে তারা লালনের অনুশীলন আরও বৃহত্তর আকারে প্রসারিত করতে সক্ষম হবে।

করোনা ভাইরাসের পাদুর্ভাবে গত বছর এই আয়োজন ছিলো সীমিত পরিসরে কিন্তু হাজারো মানুষের অংশগ্রহণে এই বৎসর আবারো তার পরিপূর্ণ রুপ ফিরে পায়।বাহারী খাবারের দোকান ও নাগরদোলায় আনন্দে মেতে উঠে এলাকাবাসী ও লালন প্রেমীরা।”

 

আরও পড়ুন : গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ০১ জন।

আরও পড়ুন : সময় নিয়ে বের হতে বললো পুলিশ বিসিএস পরীক্ষার্থীদের

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x