1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
গিলেস্পির হাতেই রিজওয়ানদের নেতৃত্বের ভার
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

গিলেস্পির হাতেই রিজওয়ানদের নেতৃত্বের ভার

  • প্রকাশ : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫ জন দেখেছে
গিলেস্পির হাতেই রিজওয়ানদের নেতৃত্বের ভার
খবরটি শেয়ার করুন

বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন বিদায় নেওয়ায় আপদকালীন কোচ হিসেবে লাল বলের কোচ জেসন গিলেস্পিকে সাদা বলের দায়িত্ব সামলাতে হচ্ছে। তবে অস্ট্রেলিয়া সিরিজ শেষে এই দায়িত্বে গিলেস্পি আর থাকছেন না। তার জায়গায় নির্বাচক কমিটিতে থাকা আকিব জাভেদ প্রধান কোচ হচ্ছেন। এমন তথ্য জানায় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেই তথ্য সত্য নয় বলে জানিয়ে দিয়েছে পিসিবি।

ক্রিকইনফোর প্রতিবেদনটি ভিত্তিহীন দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ পর্যন্ত গিলেস্পিই প্রধান কোচের দায়িত্বে থাকছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্রিকইনফোর খবরটি শেয়ার দিয়ে পিসিবি লিখেছে, ‘পিসিবি এই গল্পকে (প্রতিবেদনকে) দৃঢ়ভাবে ভুল বা মিথ্যা প্রমাণ করছে। পূর্বঘোষণা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি লাল বলের ম্যাচে জেসন গিলেস্পিই কোচের দায়িত্ব পালন করবেন।’

পাকিস্তান দল বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছে। বাংলাদেশ সময় আজ দুপুরে দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে। সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরে যাবেন মোহাম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরা। এরপর জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকায়।

জিম্বাবুয়েতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকায় তাদের পূর্ণাঙ্গ সফর। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টের আগে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে পাকিস্তান। তার আগেই কোচ পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানে। যা ভুল বলে জানিয়ে দিয়েছে পিসিবি।

তবে তাদের সেই দাবিতে কেবল লাল বলের কোচ হিসেবে গিলেস্পির থাকার কথা বলা হয়েছে। তাহলে সাদা বলে কি হবে। তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কেনন, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। আর এখানটাতেই দেখা যেতে পারে আকিব জাভেদকে। কেননা, পাকিস্তানের সাদা বলের কোচ হওয়ার ইচ্ছা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন সাবেক পেসার ও বর্তমান নির্বাচক আকিব জাভেদ।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews