Facebook
Twitter
WhatsApp

ঘুমের মধ্যেই চিরঘুমে রাবির শিহাব

image_pdfimage_print

পূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার কথা ছিল শিহাবের। রাতে মায়ের সঙ্গে খাওয়া শেষে করে ঘুমাতে যায়। এদিকে ক্যাম্পাসে যাওয়ার সময় হয়ে গেলেও শিহাবের ঘুম ভাঙেনি। তার মা তাকে কয়েকবার ডাকলেও সাড়া-শব্দ কোনো মেলেনি। পরে রুমের দরজা ভেঙে দেখা যায়, শিহাবের নিথর দেহ। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেছেন রাবির এই শিক্ষার্থী।
শুক্রবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

আসাদুজ্জামান নূর শিহাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।

মৃত শিহাবের চাচাতো ভাই মামুন বলেন, গত শুক্রবার রাত ১১টায় তার মায়ের সঙ্গে খাওয়া শেষে নিজের কক্ষে একা ঘুমিয়েছিল। পূজার ছুটি কাটিয়ে আজ ক্যাম্পাসে ফেরার কথা ছিল তার। সকালে তার মা তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকেন। কিন্তু একাধিকবার ডাকার পরও তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রুমের দরজা ভেঙে ঘরে ঢুকলে তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

তিনি বলেন, শিহাবের মরদেহটি একদম স্বাভাবিক অবস্থায় ছিল। আমরা ধারণা করছি সম্ভবত ঘুমের মধ্যে স্ট্রোক করায় তার মৃত্যু হয়েছে।

শিহাবের সহপাঠীরা জানান, সে একজন মেধাবী ছাত্র ছিল। সে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে তার পরিবার থেকে জেনেছি।

ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আশরাফ-উজ-জামান বলেন, আমি জেনেছি ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত ওই শিক্ষার্থীর পরিবার, নিকটাত্মীয় বা বিশ্বস্ত কোনো সূত্র থেকে মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে পারিনি

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x