1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan

ঢাকা, বাংলাদেশ ||

বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুরতে আসা তরুণীকে নির্যাতনের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫ জন দেখেছে
ঘুরতে আসা তরুণীকে নির্যাতনের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন

বরিশাল নগরীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইমরান আলী শোভন (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরান ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) নগরীর রূপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। তিনি রুপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) বন্ধুর সঙ্গে নগরীর নতুন হাউজিং এলাকায় ঘুরতে আসেন কাউনিয়া এলাকার এক তরুণী। তাদের দুজনকে রুপাতলী থেকে জিম্মি করেন যুবদল নেতা ইরমান ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে ইরমানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। এ ছাড়া তাকে বেধড়ক পেটান ইরমানের চারজন সহযোগী।

পুলিশ আরও জানায়, বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতোয়ালি থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ইমরানের বিরুদ্ধে রুপাতলী এলাকায় ব্যাপক চাঁদাবাজি, শ্রমিক মারধর করার মতো অভিযোগ আছে। এ ছাড়া রূপাতলী এলাকার মাদক সিন্ডিকেটও তার দখলে বলেও স্থানীয়ভাবে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর