সুনামগঞ্জের দিরাইয়ের চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক শহীদ মিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন। মামলা থেকে খালাস পেয়েছেন হেলপার রশিদ মিয়া ও কন্টাকটার আবু বকর।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায়।
এই সংবাদ দেখেছেন
৭৮