1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
চাঁদাবাজি ও লুটপাট, যৌথ অভিযানে দুই যুবদলকর্মী গ্রেফতার
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

চাঁদাবাজি ও লুটপাট, যৌথ অভিযানে দুই যুবদলকর্মী গ্রেফতার

  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫ জন দেখেছে
চাঁদাবাজি ও লুটপাট, যৌথ অভিযানে দুই যুবদলকর্মী গ্রেফতার
খবরটি শেয়ার করুন

চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে ফেনীর সোনাগাজীতে যৌথবাহিনীর অভিযানে দুই যুবদল কর্মী গ্রেফতার হয়েছেন।

গতকাল (সোমবার) রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর হয়েছে।

গ্রেফতার কৃতরা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ জানায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেফতার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews