Facebook
Twitter
WhatsApp

চাপে বাংলাদেশ সাকিব-মাহমুদউল্লাহকে হারিয়ে

চাপে বাংলাদেশ সাকিব-মাহমুদউল্লাহকে হারিয়ে
image_pdfimage_print

ব্যাটিংয়ে নেমে থিতু হয়ে যান সাকিব আল হাসান। রান তোলায় মন্থর হলেও খেলে ফেলেন ২৬ বল। কিন্তু উইকেটে সেট হয়েও টিকে থাকতে পারলেন না।

সেই জশ হেইজেলউডের বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৬ বলে এক বাউন্ডারিতে মাত্র ১৫ রান করেন তিনি। ৩৮ বলে ২৪ রানে ভাঙে বাংলাদেশের দ্বিতীয় জুটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান।

২, ০, ২— এই হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সৌম্য সরকারের রান সংখ্যা। তিন ম্যাচে মাত্র চার করার পরও আজ শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে সৌম্য সরকারের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু টিম ম্যানেজম্যান্টের আস্থা প্রতিদান দিতে পারলেন না তিনি। ওপেনিং নেমে চতুর্থ ম্যাচেও হতাশ করলেন তিনি। হেইজেলউডের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ৮ রানে। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ম্যাচটিতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। গতকাল অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা নাথান এলিসকে বাদ দিয়েছে। এলিসের বদলে একাদশে ঢুকেছেন অ্যান্ড্রু টাই। এলিস ছাড়াও একাদশ থেকে ছিটকে গেছেন অ্যাডাম জাম্পা। এই লেগ স্পিনারের বদলে একাদশে সুযোগ পেলেন সোয়েপসন।

অন্যদিকে চতুর্থ ম্যাচেও একই একদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ধারাবাহিক ব্যর্থতার পরও সৌম্য সরকারের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যাবিটহোলস্পোর্টসে।

বাংলাদেশ সফরে দুঃস্বপ্নের সময় কাটছে অস্ট্রেলিয়ার। নিয়মিত তারকাদের ছাড়া বাংলাদেশের বোলিং সামলাতে ধুঁকছে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটে হারে অসিরা। এরপর গতকাল শুক্রবার জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। মুস্তাফিজ-শরিফুলদের দুর্দান্ত বোলিংয়ে ১০ রানে হারে তারা। ফলে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

তবে সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে ভুগছে বাংলাদেশও। তাই ব্যাটিংয়ে জোর দেওয়ার তাগিদ দিলেন অধিনায়ক, ‘ব্যাটসম্যানদের অবশ্যই আরও ভালো করা উচিত। ব্যাটিংয়ে আমাদের আরেকটু দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, সেই সামর্থ্য আমাদের আছে। আমি বিশ্বাস করি, বাকি দুই ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো করবে।’

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x