ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক আ. কাইয়ুম (২৫) উপজেলার রাজগাতী ইউপির বনাটি গ্রামের মৃত আ. রহিমের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কাওয়ারগাতী নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া একটি বালু বোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। নিহত কাইয়ুম মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছন দিকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন। মোটরসাইকেলের পাশে দুটি হেলমেট পাওয়া গেলেও অপর ব্যক্তিকে খোঁজে পায়নি কেউ।
গুরুতর আহত মোটরসাইকেল চালক কাইয়ুমকেস্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল হাইওয়ে থানার এসআই আবু তালেব জানান, নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।