লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের কাদিরাগোজা এলাকায় ডাব পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতের নাম মো. রাসেল। ২৮ বছর বয়সী রাসেল শাকচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, ডাব পাড়তে গাছে ওঠেন রাসেল। ডাবের ছড়া কেটে দিলে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। পরে ডাব নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বিষয়টি শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান জানিয়েছেন। পরিবারের কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এই সংবাদ দেখেছেন
৫৪