শুরুর ছকে পরিবর্তন এনেও সাফল্য পায়নি বেক্সিমকো ঢাকা। বরাবরের মতো হাল ধরেছেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও আগের দুই ম্যাচের জয়ের নায়ক ইয়াসির আলী রাব্বি। এই জুটিতে ভর করে গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে বেক্সিমকো ঢাকা।
এদিন ওপেনিংয়ে ব্যর্থতা ঠেকাতে পরিবর্তন আনে ঢাকা। মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে সুযোগ পান সাব্বির রহমান। কিন্তু তাতেও লাভ হয়নি। বরং ইনিংসের শুরুতেই শরিফুলের বলে নাহিদুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নাঈম। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ঢাকা।
তিনে ব্যাট করতে নামা তানজিদ হাসান তামিমকে এলবির ফাঁদে ফেলেন নাঈম। সুযোগ কাজে লাগাতে পারেননি সাব্বিরও। গত দুই ম্যাচে বাদ পড়ার পর ফিরে মাত্র সাত রানে আউট হন।
দলীয় ২৩ রানের মাথায় দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন আগের ঢাকার অধিনায়ক মুশফিক ও ইয়াসির আলী। এই জুটিতে চাপ সামলে এগিয়ে যায় ঢাকা। দুজন মিলে গড়েন ৮৬ রানের জুটি।
১৬.২তম ওভারে ইয়াসিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ৩৪ রানে ফেরেন ইয়াসির। ১০৯ রানে চতুর্থ উইকেট হারায় ঢাকা।
এরপর আকবরকে নিয়ে ঢাকাকে টানেন মুশফিক। ৪১ বলে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। নিজে খেলেন ৫০ বলে ৭৩ রানের ইনিংস। এই জুটিতে ভর করে ১৪৫ রানের পুঁজি পায় বেক্সিমকো ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর :
বেক্সিমকো ঢাকা : ২০ ওভারে ১৪৫/৪ (নাঈম ১৩, সাব্বির ৭, তানজিদ ০, মুশফিক ৭৩, ইয়াসির ৩৪, আকবর ১০, নাহিদুল ৪-০-১৬-১, রাকিবুল ৪-০-২৪-১, মুস্তাফিজ ৪-০-১৯-১, শরিফুল ৪-০-৪৮-১, সৌম্য ৩-০-২৮-০, সৈকত ১-০-৮-০) ।