1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan

ঢাকা, বাংলাদেশ ||

বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তুন রূপে অপু, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

  • প্রকাশ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১ জন দেখেছে
তুন রূপে অপু, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়
খবরটি শেয়ার করুন

বধূবেশে নতুন লুকে দেখা দিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় তিনি কয়েকটি নতুন স্থীরচিত্র প্রকাশ করেন। সেখানে তাকে কনে সাজেই দেখা গেছে। স্থীরচিত্রগুলো তার নুতন কাজের সেটিও জানান অভিনেত্রী।

তবে তার নতুন লুকে ভক্তরা দারুণ চমকে গেছেন। কমেন্টেস বক্সে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।

জহির নামের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তুমি এমন একজন নায়িকা, যে কি না চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।’ রিপা হক নামের একজন লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় ঢালিউড মহারানী, এককথায় অসম্ভব সুন্দর লাগছে। এক একটা ছবি জাস্ট ওয়াও।’ সুমনা নামের একজন তো কয়েককাঠি সরেস। তিনি লিখেছেন, ‘কোথায় অপু, কোথায় বুবলি—অপু আসলেই সুন্দরী।’

চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে অপু বিশ্বাস নৃত্যশিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নিতেন। ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। প্রথম চলচ্চিত্র ছিল আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’।

পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফ আই মানিক তাদের নিয়ে একই বছরে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ও ‘দাদীমা’ চলচ্চিত্র নির্মাণ করেন।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর