বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি অব্যাহত। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও কোনো প্রতিরোধ গড়তে পারেননি সাকিবরা। সবকিছুর মাঝে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় মোটা দাগে দেখা যাচ্ছে। বিশ্বকাপে বাংলাদেশের হাতে আছে আরো ৬ টি ম্যাচ। এই ছয়টি ম্যাচে অবিশ্ব্যাস্য কিছু করে দেখাতে পারলে টাইগারদের সম্ভাবনা রয়েছে নক আউট পর্বে যাওয়ার। তবে নিজেদের আগামী ম্যাচের আগে সাকিবরা পাচ্ছেন দুদিনের ছুটি।
গতকাল চেন্নাইয়ের মাঠে কিউইদের কাছে হারের পর ভারতের পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে খেলবেন মুশফিকরা। তার আগে আজ ও কাল (রোববার-সোমবার) পুরোপুরি ছুটি দেওয়া হয়েছে পুরো দলকে। পরবর্তীতে মঙ্গলবার ও বুধবার টাইগাররা অনুশীলন করবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এই মাঠেই আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী।
পরপর দুই ম্যাচ হারার পর দলের ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেজন্য প্রয়োজন কিছুটা বিশ্রাম। এই ব্যাপারে গতকালের ম্যাচ শেষে সহকারী কোচ নিক পোথাসও বলছিলেন।
পোথাস বলেন, ‘আমাদের আপাতত বিশ্রাম দরকার। বিশ্বকাপে ধারাবাহিকভাবে একটার পর একটা ম্যাচ খেলতে হয়। একেকটি ম্যাচ অনেক চাপের। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে দ্রুত সমস্যা সমাধান আসবে মনে হলেও আসলে তা নয়। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।