নোয়াখালীর সোনাইমুড়ীতে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে বিয়ে করায় বাহার উল্লাহ নামে ৩৯ বছরের এক প্রবাসী আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। বাহার একই গ্রামের আলী আজম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন বাহার। বুধবার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন তার স্ত্রী। এমন খবরে স্ত্রীর ওপর অভিমান করে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংবাদ দেখেছেন
১১৮