কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা তোলার দ্বারপ্রান্তে ছিল ব্রাজিল। যদিও শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হারতে হয়।
তার আগে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করেছে তিতের শিষ্যরা। দীর্ঘ দিন অপরাজিত থাকায় ফিফা র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেলেকাওরা। পেছনে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সব শেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৫৫ রেটিং পয়েন্ট যোগ হয়েছে ব্রাজিলের সঙ্গে। ফলে মোট রেটিং পয়েন্ট ১ হাজার ৭৯৮ এ দাঁড়িয়েছে।
প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী তৃতীয় স্থানে নেমে এসেছে ফ্রান্স। গ্রিজমান-পগবাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৭৬২। এদিকে কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনা ছয় নম্বরে উঠে এসেছে। লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির পয়েন্ট ১ হাজার ৭১৪। ৭২ পয়েন্ট এগিয়েছে আলবেসিলেস্তেরা।
ইউরোর শেষ আট থেকে বিদায় নিলেও র্যাংকিংয়ের শীর্ষেই অবস্থান করছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১ হাজার ৮২২। অন্যদিকে চার নম্বরে অবস্থান করছে ইউরোর চ্যাম্পিনশিপের রানার্স আপ। তাদের পয়েন্ট ১ হাজার ৭৫৩। ১ হাজার ৭৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।