নরসিংদীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শালিধা চৌয়ালা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় নাজিম উদ্দিন নামে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন, সাহেপ্রতাব এলাকার কামাল মিয়ার ছেলে বিপ্লব (১৯) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে দ্বীপ (২০)। আহতরা হলেন, নাজিম উদ্দিন ও লামিন।
নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে, দ্বীপ ও তার দুই বন্ধু বিপ্লব এবং লামিনকে নিয়ে মোটরসাইকেলযোগে সাহেপ্রতাব থেকে নরসিংদী শহরের দিকে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় অটোরিকশাটি একটি মোটরসাইকেলের ওপর উঠে যায় এবং মোটরসাইকেল আরোহীরা চাপা পড়েন। ওই সময় ঘটনাস্থলেই দ্বীপ ও বিপ্লব নামে দুই যুবক নিহত হন। এ সময় আহত হন নাজিম উদ্দিন ও লামিন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, নাজিম উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূইয়া।