দেশের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি অভিনেতা আরশ খানের সাথে তানিয়ার বিয়ে হয়েছে বলে খবর রটেছিলো। এ নিয়ে অভিনেত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হচ্ছিলো না। তবে এত দিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী, জানিয়েছেন নিজের ‘বিয়ে বিড়ম্বনা’র গল্প।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি জানান, টানা শুটিংয়ে ছিলাম। তাই কথা বলার সময়টা বের করতে পারিনি। এখন ফুরসত মিলল। এই যে কথা বলছি। আপনি বিয়ে করেছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বিয়ের খবরটি ফেক। অনেকেই ফোন করছিলেন। সত্যি বলতে আমি একটু বিরক্ত ছিলাম বলেই সাংবাদিকদের ফোন ধরছিলাম না।
অভিনেত্রী জানান, অনেকে আমাদের মন্তব্য না নিয়ে বিয়ের খবর প্রকাশ করলেন। সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই কি প্রেম-বিয়ে হয়ে যায়? আরশ আর আমি খুবই ভালো বন্ধু উল্লেখ করে বৃষ্টি বলেন, আমরা তো অনেকের সঙ্গেই কাজ করি। এর মধ্যে দর্শক কোনো জুটিকে হয়তো বেশি দেখতে চায়। তখন পরিচালকরাও এই জুটি নিয়ে একাধিক কাজ করেন। এর মানে এই নয় বিয়ের সিলমোহর পড়তে হবে।
আপনার কাছের একজনের থেকে আপনার একটি বিয়ের ছবি পেলাম, এ ব্যাপারে কি বলবেন? জবাবে বৃষ্টি জানান, গত ঈদের নাটক মোহন আহমেদের ‘বরিশাইল্যা পোলা’র শুটিং সেটে তোলা এই ছবি। ছবিটাকে আমাদের বিয়ের বলে অনেকে চালিয়ে দিচ্ছেন। একটু খোঁজ নিলেই সত্যতা পাবেন।
বিয়ের খবর প্রকাশের পর ফেসবুকে রহস্যঘেরা একটি পোস্ট দিয়েছেন আরশ। এটা দেখে অনেকে বলছে আপনাদের বিয়ের পর আবার বিচ্ছেদও হয়ে গেছে এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আরশ কী স্ট্যাটাস দিয়েছে আমি জানি না। না আমাদের রিলেশন আছে, না আমাদের বিয়ে হয়েছে, না বিচ্ছেদ। আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড। এমন কিছু হওয়ার সম্ভাবনাও নেই।