মো: বাবলু মল্লিক,নড়াইল প্রতিনিধি: নড়াইলে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম (৪৮)গুলির গুলির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে জড়িত থাকা দুই যুবক আটক করেছ পুলিশ।
মঙ্গলবারে সন্ধায় অভিযুক্তদের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত শুটিং গানটি উদ্ধার করে।আটককৃত যশোর বাগারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের শ্রীবাস বিশ্বাসের ছেলে সুমন্ত বিশ্বাস(১৫)ও একি গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাসির রেজা(২০)।
কালিয়া থানার ওসি গনি মিয়া জানায় কালিয়া থানার ওসি(অপারোশন)আমানুল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।স্বাকারোক্তিতে রাতে অভিযান চালিয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকার একটি বাঁশবাগান থেকে খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।
গত (৫এপ্রিল)সন্ধায় কালিয়া উপজেলা পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নজরুল ইসলামনিজের বাড়ির সামনে থেকে ব্যবহিত শুটংই গানটি (আগ্নেয়অস্ত্র)ছিনতাই করে।
এ সময় নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি করা হয়।আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে বর্তমান উন্নৎচিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।”
আরও পড়ুন : নড়াইলে কৃষক লীগ নেতাকে গুলি
আরও পড়ুন : গাজীপুরের কালিয়াকৈরে ইট ভাটায় গাঁজা চাষ।