Facebook
Twitter
WhatsApp

পরাজয় নিয়ে যা বললেন সাকিব

image_pdfimage_print

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের আরেকটি হারের তোতো স্বাদ নিল বাংলাদেশ ও দেশটির ক্রিকেট সমর্থকরা।

টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ শোধিদের বোলিংয়ে আজ ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে পারে বাংলাদেশ।

জবাবে ১৩ বল বাকি থাকলে ৮ উইকেটে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

ম্যাচে সেই একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি। ব্যর্থ ওপেনিং জুটি, দ্রুত উইকেট পতন, পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারা, আর রানের গতি বাড়াতে গিয়ে বাউন্ডারি ক্যাচ দিয়ে ফেরা।

টি-টোয়েন্টিতে বিগত সময়ের এসব সীমাবদ্ধতার ধারাবাহিকতার দেখা মিলল ক্রাইস্টচার্চে রোববারের ম্যাচেও।

সেসব ব্যর্থতা অকপটেই শিকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে সাকিব বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমরা তাদের দুর্দান্ত স্পিনারদের সামলাতে পারিনি এবং রানের গতি বাড়াতে পারিনি।’

ব্যাটিং ব্যর্থতার বিষয়টি শিকার করে সাকিব বললেন, ‘হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ওপরের সারির সেরা তিন ব্যাটারকে ১৫-১৬ ওভার পর্যন্ত দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। ব্যাটিং এমন একটি ক্ষেত্র যেখনে আমাদের উন্নতি করার ছাড়া উপায় নেই। এটি নিয়ে কাজ চালিয়ে যাব আমরা। প্রথম ইনিংসে ব্যবহার হওয়া উইকেটে দারুণ বোলিং করেছে নিউজিল্যান্ডের স্পিনাররা। আশা করছি, দিনের খেলায় আমরা ড্রাই বল দিয়ে বল করব।’

আজ ৭ নম্বর পজিশনে ব্যাট করেছেন সাকিব, যেখানে তার তিনে নামার কথা।

এ বিষয়ে সাকিব বলেন, ‘আমার ওই সময় ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু সে সময় নিউজিল্যান্ডের দুই স্পিনার বোলিং করছিল এবং বাম-ডান সমন্বয় করতে গিয়ে নামা হয়নি আমার।’

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পরের ম্যাচের পরিকল্পনা কি?

এ বিষয়ে দেশসেরা অলরাউন্ডার বলেন, ‘দুটি ম্যাচ হেরে গেলে মনোবল ধরে রাখা কঠিন। কিন্তু বিশ্বকাপ আসছে। তাই সামনের দুটি ম্যাচ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে।’

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x