গত ৬ জুন সোমবার বিকাল আনুমানিক ০৫.৩০ ঘটিকা থেকে আনুমানিক রাত্র ১০.১৫ ঘটিকার সময় রাতে চোর দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির অভ্যন্তরে এ চুরি সংঘটিত হয়।
পল্লবী থানাধীন সেকশন-০৬, ব্লক-সি, রোড-০২, বাসা-০২(৩য় তলা) এর দরজা ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে।
পল্লবী থানায় ০৮ জুন ২০২২ একটি চুরির মামলা দায়ের করাহয়। মামলার তদন্তকারী অফিসার এসআই এম মাহমুদ হোসেন, মামলা তদন্তকালে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ, বিশ্বস্ত সোর্স ও মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী জাকারিয়া এবং ইফতি (২০), পিতা-মোঃ জামাল, মাতা-রোকসানা আক্তার ইতি, সেকশন-১২, ব্লক-সি, রোড-১০, বাসা-২৯ (৫ম তলা দক্ষিন সাইড), থানা-পল্লবী, তাহার নিজ বাসা হইতে গ্রেফতার করিয়া তাহার দেখানো ও বাসার বেড রুমে থাকা কাঠের ওয়্যারড্রবের নীচের ড্রয়ার হইতে উক্ত আসামীর নিজ হাতে চোরাই স্বর্ণ অলংকার বের করে দেয়। চুরিকৃত মালের মধ্যে রয়েছে প্রায় ১৯,লক্ষ ২৫,হাজার টাকার মূল্যের স্বর্ণের অলংকার ও নগদ ৩,লক্ষ ৫০,হাজার-টাকা।
১। এক জোড়া স্বর্নের বালা ওজন অনুমান ০২ (দুই) ভরি ১৩ (তের) আনা,,২। (এক) টি স্বর্নের চুড়, ওজন অনুমান ০২ (দুই) ভরি ০৮ (আট) আনা, ৩।একটি স্বর্নের নেকলেস, ওজন অনুমান ০৩ (তিন) ভরি, ০৩ (তিন) আনা, ৪। দুই জোড়া কানের দুল, ওজন অনুমান ১১ (এগার) আনা, ৫। একটি স্বর্নের চেইন, ওজন অনুমান ১৫ (পনের) আনা, ৬। দুইটি স্বর্নের আংটি, ওজন অনুমান ০৪ (চার) আনা, ৭।এক জোড়া স্বর্নের কানের রিং, ওজন অনুমান ০১ (এক) আনা, আনুমানিক ১১ ভরি স্বর্নালংকার উদ্ধার করেন।