পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্স। আসন্ন মৌসুমের জন্য ক্যাথরিন ড্যাল্টনকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।এ নিয়ে প্রথমবারের কোনো নারী ক্রিকেটারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিএসএলের কোনো দল।
ড্যাল্টন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে আয়ারল্যান্ডের নাগরিকত্ব পান। সেই দেশের হয়েই চারটি করে ওয়ানডে ও টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবারই প্রথম পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন বিষয়টি এমন নয়। এর আগে তিনি মোহাম্মদ ইলিয়াস, সামিন গুল ও আরশাদ ইকবালের সঙ্গে কাজ করেছেন পেস বোলিং নিয়ে। রয়েছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের লেভেল থ্রি অ্যাডভান্স কোচিং ডিগ্রি রয়েছে ড্যাল্টনের। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল পেস বোলিং অ্যাকাডেমির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভারতের আল্টিমেট পেস ফাউন্ডেশনের হয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে সাবেক এই পেসারের।
মুলতান সুলতান্সে যোগ দিয়ে ড্যাল্টন বলেছেন, ‘গত দুইবারের পাকিস্তান সফরে মুলতান সুলতান্সের কয়েকজনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। আনুষ্ঠানিকভাবে পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিতে পেরে আমি অভিভূত। এটা শুধু আমার অর্জন নয় এটি নারী পেস বোলিং কোচদের জন্যও যারা ছেলেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করতে চায় তাদের জন্যও বড় অর্জন। আমি এই সুযোগের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজের ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।’