প্রেমিক ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় নড়াইল শহরের কুড়িগ্রামে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে নিজবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ববিতা রায় শহরের স্বর্ণ ব্যবসায়ী বিমানেশ রায়ের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে ববিতা রায় সদরের বিড়গ্রামে খালাবাড়ি থেকে মা-বাবার সঙ্গে বাসায় আসেন। এ সময় পরিবারের সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরে একই দিন বিকেলে মা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। এ সময় পরিবারের সবাই তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
প্রতিবেশী ও নিহতের বন্ধুরা জানান, একটি ছেলের সঙ্গে ববিতার প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলেটি তাকে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করছে বলে তাদের ধারণা।
এই সংবাদ দেখেছেন
৭৪