গোপালগঞ্জের মুকসুদপুরে সুরমান মোল্লা এক যুবক প্রেমে ব্যর্থ হয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার টেংরাখুলা গ্রামে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে যুবক সুরমান মোল্লা বলেন, আমি একটি অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছি। এমন অভিশপ্ত জীবন আর যেন কারো না হয়। নতুন জীবনে পর্দাপণ উপলক্ষে আমার ভাবি এখন আমাকে দুধ দিয়ে গোসল করাবে।
ভিডিওতে আরো দেখা যায়, দুধ দিয়ে গোসলের সময় চারপাশে থাকা সুরমান মোল্লার বন্ধুরা উল্লাস করছিলেন। এ সময় বন্ধুদের মধ্যে দুই-একজন ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টি খাইয়ে দেন।
সুরমান মোল্লা বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি। পিতা-মাতার স্বপ্ন পূরণসহ নিজেকে প্রতিষ্ঠিত করে বড় জায়গায় নিয়ে যেতে পারি। এছাড়াও আমি যেন সবাইকে সঙ্গে নিয়ে নিজের জীবন সুন্দর করে সাজাতে পারি। এ উপলক্ষে আজকের এসব আয়োজন। অভিশপ্ত জীবন মুছে ফেলে নতুন জীবনের সূচনা করলাম।