13.3 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

নির্বাচনের মাঠে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর...

উন্নয়ন-অর্জন এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

নিপুণ রায়সহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কেরানীগঞ্জে মামলা

রাজধানীর কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর...

পুলিশের কর্মকাণ্ড নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এই...

বলাৎকারের শিকার হয়ে শিশুর মৃত্যু: সেই মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

সারাদেশবলাৎকারের শিকার হয়ে শিশুর মৃত্যু: সেই মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় বলাৎকারের শিকার হয়ে আল রাফি (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাত সাড়ে ১০টায় রাফির বাবা রেজাউল আকন বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে রোববার বিকেল সাড়ে ৫টায় হাফেজ সেলিমের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর হোসেন, হারুন অর রশিদ, জি এম ফোরকানসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ আলেম সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ‘সেলিম গাজী একজন ঘৃণিত ব্যক্তি। এই ব্যক্তির এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে এমন ঘৃণিত কাজ আর কেউ কোনদিন করার সাহস না পায়।’

এ সময় হাফেজ সেলিম গাজী এলাকার প্রভাবশালী হওয়ায় মানববন্ধনে উপস্থিত না হওয়ার জন্য বিভিন্নভাবে এলাকার মানুষদের চাপ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

হাফেজ সেলিম গাজী উপজেলার বড়ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিল্ডার গার্ডেন মাদ্রাসা ও এতিম খানার পরিচালক কাম শিক্ষক। নিহত শিশু আল রাফি উপজেলার নাজিরপুরের বড়ডালিমা গ্রামের খালিফা বাড়ির রেজাউল আকনের ছেলে এবং ওই মাদ্রাসার হাফেজ ১৭ প্যারার ছাত্র ছিল।

নিহতের পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, আল রাফিকে মাদ্রাসাটির পরিচালক বিভিন্ন কৌশলে দীর্ঘ দিন ধরে বলাৎকার করে আসছিলেন। গত তিন সপ্তাহ আগে শিশুটি পেটের ব্যধাসহ নানা ব্যাধিতে আক্রান্ত হলে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর তারা শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান তার অবস্থার অবনতি হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, শিশু রাফির মলদারে ক্যানসার হয়েছে যা ওর শরীরের রক্তে ছড়িয়ে পড়েছে। এরপর রাফিকে ভর্তি করা হয় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৭টার সময় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘এ ঘটনায় নিহত ছাত্র রাফির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ও্হই মামলায় হাফেজ সেলিম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles

x