সাকিব আল হাসানের নেতৃত্বে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপ অংশ নেবে ১০টি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
এরই মধ্যে বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে হেসেখেলে শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ। তানজিদ তামিম, লিটন দাসের রানে ফেরা প্রস্তুতি ম্যাচে বড় পাওয়া বাংলাদেশ দলের জন্য। এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিল্ডিংও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা।
তারিখ – বার – ম্যাচ – সময় – ভেন্যু
৭ অক্টোবর – শনিবার – বাংলাদেশ-আফগানিস্তান – সকাল ১১টা – ধর্মশালা
১০ অক্টোবর – মঙ্গলবার – বাংলাদেশ-ইংল্যান্ড – সকাল ১১টা – ধর্মশালা
১৩ অক্টোবর – শুক্রবার – বাংলাদেশ-নিউজিল্যান্ড – দুপুর আড়াইটা – চেন্নাই
১৯ অক্টোবর – বৃহস্পতিবার – বাংলাদেশ-ভারত – দুপুর আড়াইটা – পুনে
২৪ অক্টোবর – মঙ্গলবার – বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা – দুপুর আড়াইটা – মুম্বাই
২৮ অক্টোবর – শনিবার – বাংলাদেশ-নেদারল্যান্ডস – দুপুর আড়াইটা – কলকাতা
৩১ অক্টোবর – মঙ্গলবার – বাংলাদেশ-পাকিস্তান – দুপুর আড়াইটা – কলকাতা
৬ নভেম্বর – সোমবার – বাংলাদেশ-শ্রীলংকা – দুপুর আড়াইটা – দিল্লি
১১ নভেম্বর – শনিবার – বাংলাদেশ-অস্ট্রেলিয়া – সকাল ১১টা – পুনে
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।