বাংলাদেশ আওয়ামী তৃনমূল লীগের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (১২ নভেম্বর) শুক্রবার বিকেলে সোবহানবাগ ডেন্টাল কলেজ ছাত্রাবাস মাঠ থেকে এক বিশাল র্যালী নিয়ে ধানমন্ডি -৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনটি।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভজন্মদিন পালন করেন বাংলাদেশ আওয়ামী তৃনমূল লীগ। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহেদুল আলম চৌধুরী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন অধ্যাক্ষ হারুন অর রশিদ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ নাসিম আলী, শ্রী দেবাশীষ রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদাত বেপারী, দপ্তর সম্পাদক মো. আবদুর রহিম, প্রচার সম্পাদক আঃ বাসেত মৃধা, সহ-প্রচার সম্পাদক কিবরিয়া মজুমদার জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সানু সহ বাংলাদেশ আওয়ামী তৃনমূল লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা।