বগুড়ায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার বেতগাড়ি-মাটিডালি মহাসড়কের শ্যামবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মীম আক্তার। ১০ বছর বয়সী মীম বগুড়া সদরের বাঁশবাড়িয়া গ্রামের বাবু মিয়ার মেয়ে। শ্যামবাড়িয়া এলাকায় থাকে তার পরিবার।
স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম বলেন, দুপুরে বাড়ি থেকে বের হন মীমের বাবা বাবু মিয়া। তবে ভুল করে বাড়িতে নিজের মুঠোফোন রেখে যান তিনি। মহাসড়ক পার হতেই বিষয়টি মনে পড়লে মীমকে মুঠোফোন এনে দিতে বলেন। এরপর মুঠোফোন নিয়ে বাবার কাছে দৌড়ে যাওয়ার সময় মীমকে চাপা দেয় দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই সংবাদ দেখেছেন
৮২