Facebook
Twitter
WhatsApp

বিশ্বকাপ দলে প্রিটোরিয়াসের বদলি জানসেন

image_pdfimage_print

আসন্ন টি-২০বিশ্বকাপে পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার মার্কো জানসেন।
বিশ্ব কাপের জন্য পূর্বে ঘোষিত দলে রিজার্ভ তালিকায় ছিলেন জানসেন। প্রিটোরিয়াসের ইনজুরিতে কপাল খুলেছে জানসেনের। বাঁ-হাতি এ পেসার মূল দলে সুযোগ পাওয়ায় রিজার্ভ তালিকায় যুক্ত হয়েছেন পেসার লিজাড উইলিয়ামস।

সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ খেলার সময় বাঁ-হাতে বুড়ো আঙুলের ইনজুরিতে পড়েন প্রিটোরিয়াস। পরে এক্স-রে’তে দেখা যায় প্রিটোরিয়াসের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ভারতের বিপক্ষে সিরিজেও প্রিটোরিয়াসের জায়গায় দলে নেয়া হয়েছিলো জানেসেনকে।

গত টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন প্রিটোরিয়াস। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

গত জুনে ভারতের বিপক্ষে টি-২০তে অভিষেক হয় জানেসেনের। ম্যাচে ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচটি এখন পর্যন্ত একমাত্র টি-২০ জানসেনের। দেশের হয়ে ৭ টেস্টে ৩৭টি ও ৩ ওয়ানডেতে ২ উইকেট আছে তার।

জানসেনের সাথে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে পেস অ্যাটাকে আরও আছেন কাগিসো রাবাদা, এনরিচ নর্টি, ওয়েন পারনেল এবং লুঙ্গি এনগিদিরা।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস। এর আগে গত মাসে আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয় মিডল অর্ডার ব্যাটার রাসি ভন ডার ডুসেনের।

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিচ ক্লাসেন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, ওয়েন পারনেল, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রিলি রৌসু, তাবরাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।

খবরটি শেয়ার করুন

Table of Contents

প্রধান উপদেষ্ঠা : আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সংসদ-সদস্য ঢাকা ১৬,প্রকাশক : মোঃ মাসুদ রানা (জিয়া) ।সম্পাদক : শাহাজাদা শামস ইবনে শফিক।সহকারী সম্পাদক : সৌরভ হাসান সোহাগ খাঁন। 

Subscribe Now

নিউজরুম চিফ এডিটর : মোঃ শরিফুল ইসলাম রবিন।সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪ – বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by www.channelmuskan.tv © 2022

x