1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা, প্রস্তুতি নেবেন যেভাবে
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা, প্রস্তুতি নেবেন যেভাবে

  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৬ জন দেখেছে
বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা, প্রস্তুতি নেবেন যেভাবে
খবরটি শেয়ার করুন

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশ থেকে সরে গেল ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি। এখন এই টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাতে। বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ অধিনায়ক নিগার সুলতানার দল।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সাংবাদিকদের বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার বলেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না। আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমাদের স্থানীয় কোচরা ছিলেন। কোচিং স্টাফ চলে এসেছে। এনসিএলটা আমাদের প্রস্তুতির অংশ। তারপর আমরা শ্রীলঙ্কাতে ‘এ’ দল পাঠাব। সেটাও আমাদের প্রস্তুতির অংশ।’

বাশার আরও যোগ করেন, ‘বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব। আর এ সময় যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে বৃষ্টিটা একটু কম হয়। দুটি মাঠ পাওয়া যায়। টুর্নামেন্টটা শেষ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা যেহেতু আমাদের বিশ্বকাপ প্রস্ততির অংশ। এ জন্যই রাজশাহীতে খেলা দেওয়া।’

উল্লেখ্য, বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ২৪ আগস্ট থেকে শুরু হবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৮ দলের এই টুর্নামেন্ট। এরপর আগামী ৫ সেপ্টেম্বর ‘এ’ দলের মোড়কে জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবেন নিগাররা।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews