12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

নির্বাচনের মাঠে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর...

উন্নয়ন-অর্জন এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

নিপুণ রায়সহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কেরানীগঞ্জে মামলা

রাজধানীর কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর...

পুলিশের কর্মকাণ্ড নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এই...

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-রিয়াদরা, কেন?

খেলাধুলাবিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-রিয়াদরা, কেন?
খবরটি শেয়ার করুন

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ভারতের তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ সামনে রেখে মোহাম্মদ মিথুনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।

মিথুন ছাড়াও এ সফরে ডাক পেয়েছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও থাকছেন ভারত সফরের স্কোয়াডে। এছাড়া তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, শেখ মেহেদি হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, সাইফ হাসান ও শামীম হোসেনরাও খেলবেন তামিলনাড়ুর বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (১০ অক্টোবর) ভারতের উদ্দেশে দেশ ছাড়বে মিথুনরা।

জানা গেছে, ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য এ মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থানরতদের বাইরে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত প্রায় সব ক্রিকেটারকেই বোর্ড থেকে ‘এ’ দলের সঙ্গে তামিলনাড়ু যাওয়ার জন্য বলা হয়েছিল।

তবে জাতীয় দলের বাইরে থাকা মুমিনুলরা তাতে সাড়া দিলেও দেননি সিনিয়র তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় দলের বাইরে থাকা প্রায় সব সিনিয়র ও প্রতিষ্ঠিত ক্রিকেটারকে তামিলনাড়ু খেলতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি নিজে তামিম আর মুশফিকের সঙ্গে কথা বলেছি। তবে তারা কেউ যাচ্ছে না। এছাড়া মাহমুদউল্লাহও যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

না যাওয়ার ব্যাখ্যা হিসেবে তামিম জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে এক মাসের ফিজিক্যাল ট্রেনিং করে ফিরেছেন। এখন জাতীয় লিগ খেলতে চান। তাই এখন আর কোনো ট্যুরে যাবেন না। এছাড়া জিম করতে গিয়ে পায়ে চোট পাওয়া মুশফিকও এনসিএল খেলার কথা জানিয়েছেন। অন্যদিকে, রিয়াদ জানিয়েছেন তিনি ভারত যেতে চান না এখন।

বাংলাদেশ এ দলের ভারত সফরের সময়ই শুরু হচ্ছে এবারের জাতীয় লিগ। সবকিছু ঠিক থাকলে দেশের ৪ প্রধান ক্রিকেট ভেন্যু শের-ই-বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনা শহীদ শেখ আবু নাসের এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে জাতীয় লিগ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles

x