ভারতের রাজস্থানের প্রাসাদের শহর হিসেবে খ্যাত উদয়পুরের লীলা প্রাসাদে হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে। তুতো বোন পরিণীতির বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস। গায়ে হলুদের পর বিষয়টি নিয়ে নানা মহলে না ধরণের কথা উঠেছিল। অনেকই ধারণা করেছিলেন, মে মাসে বাগদান অনুষ্ঠানের মতই হয়ত কয়েকঘণ্টার জন্য ভারতে আসবেন প্রিয়াঙ্কা। কিন্তু সেটা হয়নি।
বিয়েতে না আসতে পারলেও পরিণীতি ও রাঘবের বিয়ের ঠিক আগের দিনই বোনকে শুভেচ্ছা জানিয়েছিলেন দেশিগার্ল। আর এবার স্পষ্ট হল, কেন তিনি আসতে পারেননি পরিণীতির বিয়েতে।
রাজকীয় এই বিয়েতে প্রিয়াঙ্কা হাজির না থাকলেও উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মধু চোপড়া জানিয়েছেন, ‘প্রিয়াঙ্কা খুব ব্যস্ত নানা কাজে, তাই আসতে পারেনি।’
এছাড়া প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকে নিয়েও কথা উঠেছিল। পরিণীতির বিয়ের ‘ওয়েলকাম লাঞ্চ’-এর দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ও আজ ২৫ সেপ্টেম্বর জোনাস ব্রাদার্সদের কনসার্ট রয়েছে। তাই নিকের পক্ষে বিয়েতে যোগ দেওয়া কার্যত অসম্ভব ছিল।